logo
news image

মানবাধিকার শান্তি পদক পেলেন মাসুম

নিজস্ব প্রতিবেদক।।
মানবাধিকার শান্তি পদক পেলেন নাটোরের দৈনিক যুগান্তরের নাটোরের বাগাতিপাড়া প্রতিনিধি মো. মঞ্জুরুল আলম মাসুম।
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদকে ভূষিত করা হয়। শনিবার (১১ ডিসেম্বর ২০২১) সন্ধ্যায় ঢাকায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
সেগুনাবাগিচার কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আয়োজনে ‘সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও পথশিশুদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মীর হাসমত আলী। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা ডা. মোসাদ্দেক হোসেন, ফাউন্ডেশনের মহাসচিব আরকে রিপন প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top