ঈশ্বরপাড়া গ্রামে পুলিশ ক্যাম্প স্থাপন
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ঈশ্বরপাড়া গ্রামে সরকারী খাস দিঘি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরোধ ও সংঘর্ষ রোধে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
লালপুর থানা সূত্রে জানা যায়, সম্প্রতি প্রতিপক্ষের হামলায় মকলেছুর রহমান হত্যাকাণ্ডের পর পুলিশের কঠোর নজরদারি সত্বেও বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বিরোধের জেরে গত ৮ ডিসেম্বর ২০২১ প্রতিপক্ষের হামলায় ঈশ্বরপাড়া গ্রামের মৃত রঞ্জিতের ছেলে বাদশা গ্রুপের সমর্থক জালাল আহমেদ ওই গ্রামের জামাল উদ্দিনের জমিতে ধান কাটতে যান। এ সময় তার ওপরে সাহাবুল গ্রুপের লোকজন পিটিয়ে আহত করে। তিনি লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১১ ডিসেম্বর ২০২১) লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, ঈশ্বরপাড়া গ্রামের বাদশার পরিত্যাক্ত বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে ক্যাম্পে দুইজন সহকারী পুলিশ পরিদর্শক (এসআই), একজন উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) ও চারজন কনস্টেবল সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। এই হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রধান আসামি বাদশাসহ এ পর্যন্ত ৪১ জন আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। সম্প্রীতির ঈশ্বরপাড়া গড়ার লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে।
ঈশ্বরপাড়া গ্রামে ১৮ বিঘার খাস দিঘির দখল নিয়ে বাদশাহ ও সাহাবুল দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ২৯ অক্টোবর ভোরে কৃষক মকলেছুর রহমান (৫০) খুন হন। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে লালপুর থানায় একটি হত্যা মামলা করেন। বিভিন্ন সময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন নারী-পুরুষ পঙ্গু হয়েছেন।
সাম্প্রতিক মন্তব্য