বাংলাদেশ হবে নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠান
লালপুর (নাটোর) প্রতিনিধি
নন্দন চর্চার এই আন্দালনকে দেশব্যাপী প্রসারিত করতে ‘২০৪১: বাংলাদেশ হবে নান্দনিক’ শিরোনামে কর্মসূচি নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর ২০২১) সন্ধ্যায় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, নাটোর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা আব্দুল রাকিবিল বারী প্রমুখ।
অনুষ্ঠানে নৃসর্গ, দুলী, অহনা, পিয়াস, জ্যোতি, বৈশাখী, শিথিল, স্নেহা, নদী, প্রতাপ, সোহাগ সঙ্গীত ও সোহেল, শান্ত, প্রিয়ন্তী নৃত্য পরিবেশন করেন।
সঙ্গীত শিক্ষক আকবর হোসেন ও আরিফুল ইসলাম সবুজ পরিবেশনায় বাদ্যযন্ত্রে ছিলেন বিবর্তন ব্যান্ডের পরিচালক সুজন সরকার, লীড গিটারে দর্পন, অক্টোপ্যাডে রনি এবং তবলায় উৎপল।
বক্তব্যে ইউএনও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় আজ এগিয়ে চলেছে বাংলাদেশ। অর্থনৈতিক উন্নতির পাশাপাশি শিল্প সংস্কৃতি ঋদ্ধ একটি সৃজনশীল ও মানবিক দেশ ২০৪১ সালের মধ্যে হবে নান্দনিক। সেই প্রত্যয় ও প্রত্যাশা নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নন্দন চর্চার এই আন্দালনকে দেশব্যাপী প্রসারিত করছে।
সাম্প্রতিক মন্তব্য