logo
news image

মহিলা সমাবেশ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর ২০২১)  নাটোর জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী মধ্যপাড়া গ্রামে বার্ষিক কর্মস্পাদন (এপিএ) এর আওতায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সহকারী তথ্য কর্মকর্ত মো. আব্দুল আউয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, মাঝগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আালীম। বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য মো. জাহিদুল ইসলাম।
সমাবেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও অর্জন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ সমূহের ‘ব্র্যাণ্ডিং’’, অটিজম, ভিশন-২০৪১, বাল্যবিবাহ, যৌতুক, মাদক এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে হয় নিয়ে আলোচনা করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top