বিএনপির আহবায়ক কমিটি থেকে পদত্যাগ
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আতিকুল্লাহ বিশ্বাস গ্যাদা।
মঙ্গলবার (২ নভেম্বর ২০২১) রাতে আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগের ঘোষনা দেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর জেলা বিএনপি আহবায়ক/সদস্য সচিব বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।
পদত্যাগ পত্রে আতিকুল্লাহ বিশ্বাস গ্যাদা বলেন, ২০০৮ সালে লালপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি থাকাকালীন অবস্থায় লিখিত আবেদনের মাধ্যমে দল থেকে পদত্যাগ করেন। এরপর থেকে দলীয় কোন সভা, সমাবেশসহ কোন ধরণের কার্যক্রমের সাথে সম্পৃক্ত নেই।
গত ২৩ অক্টোবর ২০২১ নাটোর জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক ও সদস্য সচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত লালপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল। ওই কমিটিতে ১৫ ক্রমিক নম্বরে তাঁর নাম অন্তর্ভূক্ত করা হয়েছে।
তাঁর অনুমতি ব্যতীত আহবায়ক কমিটিতে নাম অন্তর্ভূক্ত করায় তীব্র প্রতিবাদ জানান। দলের কোন কার্যক্রমের সাথে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও তাঁকে উদ্দেশ্য মূলকভাবে হেয় প্রতিপন্ন, মান ক্ষুন্ন ও বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এই কমিটিতে নাম দেওয়া হয়েছে। উক্ত কমিটি থেকে স্বেচ্ছায় অব্যহতি/পদত্যাগ করেন। সেই সাথে কমিটি থেকে বাদ দেওয়ার জন্য অনুরোধ জানান। এ ধরণের ঘৃন্য ও জঘন্যতম কাজ ভবিষ্যতে না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন তিনি।
সাম্প্রতিক মন্তব্য