logo
news image

মুক্তিযুদ্ধের গল্প শুনলো শিক্ষার্থীরা

লালপুর (নাটোর) প্রতিনিধি
বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুনলো মুক্তিযুদ্ধের গল্প। তা মুক্তিযোদ্ধাদের নিজের মুখে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে নাটোর জেলা তথ্য কার্যালয় ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার (২৫ অক্টোবর ২০২১) নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা ছাড়াও মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালপুর উপজেলা ইউনিট কমান্ডের সাবেক সহকারী কমান্ডার মো. এমরান আলী।
নাটোর জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গাওছুল আজম প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top