logo
news image

লালপুরে নৌকার হাল ধরলেন ১০ মাঝি

ইমাম হাসান মুক্তি, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের নৌকার হাল ধরার সুযোগ পেলেন ১০ জন মাঝি। শুক্রবার (২২ অক্টোবর ২০২১) বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়নের চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে।
তফসিল ঘোষণার আগে ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের ৭৯জন প্রাথী প্রচাণায় ছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ফেসবুক, পোষ্টার, দোয়া প্রার্থনা, মোবাইলে প্রচারণা, উঠান বৈঠক ও রাজনৈতিক সভা-সমাবেশ, গণসংযোগ, মোটরসাইকেল শো-ডাউনে সরব ছিল জনপদ। গ্রামের চায়ের দোকানগুলো নির্বাচনী আলোচনায় সরগরম হয়ে উঠছে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন, ১নং লালপুর ইউনিয়নে তৃতীয় বারের মতো বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক পলাশ
২নং ঈশ্বরদী ইউনিয়নে বর্তমান চেয়রম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমিনুল ইসলাম জয়।
৩নং চংধুপইল ইউনিয়নে নতুন মুখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম।
৪নং আড়বাব ইউনিয়নে নতুন মুখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. ইমদাদুল হক।
৫নং বিলমাড়ীয়া ইউনিয়নে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি একমাত্র নারী প্রার্থী মোছা. পারভীন আকতার বানু।
৬নং দুয়ারিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম লাভলু।
৭নং ওয়ালিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনিছুর রহমান।
৮নং দুড়দুড়িয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান।
৯নং অর্জুনপুর-বরমহাটী (এবি) ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. আব্দুস সাত্তার।
১০নং কদিমচিলান ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. সেলিম রেজা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসাহাক আলী বলেন, দলের সিদ্ধান্তনুযায়ী সৎ, যোগ্য, দলের জন্য নিবেদিত ত্যাগী নেতা-কর্মীরা মনোনয়ন পেয়েছেন। মনোনীয়ত প্রার্থীরা ভোটারদের মন জয় করে বিজয় অর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন সাহাব বলেন, লালপুর উপজেলার ১০টি ইউনিয়নে জনসংখ্যা ২ লাখ ৭৪ হজার ৪০৫ জন ও ভোটার সংখ্যা ২ লাখ ২ হাজার ৫০ জন। গত ১৪ অক্টোবর ২০২১ তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১১ নভেম্বর ও ভোটগ্রহণ ২৮ নভেম্বর।

সাম্প্রতিক মন্তব্য

Top