logo
news image

শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত

লালপুর (নাটোর) প্রতিনিধি
‘দীপ্ত জয়োল্লাসে অদম্য আত্মবিশ্বাস’ প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর ২০২১) উপজেলা পরিষদ মিলনায়তনে জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতির সভপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া প্রমুখ। দিনটি উদযাপন উপলক্ষে আয়োজিত বক্তব্য ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।  
শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সপরিবারে শহীদ হন।

সাম্প্রতিক মন্তব্য

Top