বড়াইগ্রামে ইয়াবা ব্যবসাই গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে ২০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত একটার দিকে উপজেলা রয়না ভরট গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যাক্তি নার শাহিন হোসেন (৩০) তিনি উপজেলার রয়না ভরট গ্রামের লুৎফরের পুত্র।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিকে অভিযান পরিচালনা করে ২০পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে ভিত্তিতে গুরুদাসপুর থানা পুলিশ ২৮০ পিসসহ সহ আরেক জনকে আটক করেছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মাদ্রক নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য