logo
news image

অবশেষে পূর্ণ হলো বিরাজ চাচার আশা

 

মোঃ মামুনুর রশিদ মাহাতাবঃ

নাটোরে বাগাতিপাড়া উপজেলা আ' লীগের সাবেক সভাপতি বিরাজ উদ্দিনের বাড়ির পাশের রাস্তা
এইচবিবি কারণের উদ্বোধন করলেন চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। 

জানাযায়, উপজেলার জামনগর ইউনিয়নের কালিকাপুর এলাকা অত্যন্ত অবহেলিত ও  উন্নয়নে পিছিয়ে রয়েছে।  
বিশেষ করে রাস্তার উন্নয়ন থেকে এ গ্রামবাসী বঞ্চিত। 

  বার বার নির্বাচনী প্রচারনায় প্রার্থীরা মিথ্যা আশ্বাসে ভোট
আদায়ের চেষ্টা করেছেন। কিন্তু নির্বাচন শেষে কোন জনপ্রতিনিধিই প্রতিশ্রুতি রক্ষা করেনি।  অবশেষে আ'লীগের সাবেক সভাপতি  বিরাজ উদ্দিন চাচার বাড়ির পাশের রাস্তাটি এইচবিবি কারণে আশা কিছুটা পূর্ণ হতে চলেছে। 


বুধবার সকালে উপজেলার জামনগর ইউনিয়নের কালিকাপুরে  বিরাজ উদ্দিন চাচার বাড়ি সংলগ্ন  রাস্তাটি এইচবিবি কারণ (ইট বিছানো)কাজের উদ্বোধন করেন জামনগর ইউপি  চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। 

কালিকাপুর বাজার সংলগ্ন আসলাম আলীর রাইস মিল
হতে বিরাজ উদ্দিন এর বাড়ি অভিমুখী ২শত ফিট রাস্তা
  এইচবিবি করণ (ইট বিছানো) করা হবে। এ রাস্তা এইচবিবি করণে কাবিখা প্রকল্পের ২লাখ টাকা ব্যয় হবে।
এ রাস্তাটি এইচবিবি করণের ফলে বর্ষা মৌসুমে এলাকার অসংখ্য পরিবার কাদামুক্ত রাস্তায় যাতায়াতের সুযোগ পাবেন। এ রাস্তাটি  এইচবিবি করণে  শতবর্ষী বিরাজ উদ্দিন চাচাসহ এলাকার লোকজন স্বস্তির নিঃশ্বাস নেবার সুযোগ পাবেন।

জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, এ রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। এলাকাবাসী গ্রীষ্ম মৌসুমে 
ধূলিকণায় ও বর্ষা মৌসুমে কাদায় দুর্ভোগের শিকার হন।  রাস্তাটি এইচবিবি করণে এলাকার লোকজন কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নেবার সুযোগ পাবেন। পরবর্তী সময়ে সুযোগ পেলে পাকা করণের ব্যবস্থা করা হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top