বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সর ভিত্তি প্রস্তর স্থাপন
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ভিত্তি প্রস্তত স্থাপন করা হয়েছে। স্থানীয় সরকারের নির্বাহী প্রকৌশল অধিদপ্তরের ৩ কোটি ১৭ লক্ষ ২৪ হাজার টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট ভবনের ব্যায় নির্ধারণ করে। প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এই কর্মসুচীর উদ্বোধন করেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালিকাপুরে এই ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি কেএম জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আ'লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা আ'লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, জোয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁদ মোহম্মদ, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, স্থানীয় সরকারের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল আজিজ প্রমুখ।
সাম্প্রতিক মন্তব্য