বঙ্গমাতা ফুটবল ফাইনালে লালপুর পবিসের শিরোপা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ক্রীড়া সংস্কৃতি ও কল্যান পরিষদ (ক্রীসকপ) কর্তৃক আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ আগস্ট ২০২১) শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে লালপুর জোনাল অফিস বনাম সদর দপ্তর বনপাড়ার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলাটি নির্ধারিত ৬০ মিনিটে গোলশূন্য ড্র হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারের মাধ্যমে লালপুর জোনাল অফিস সদর দপ্তর বনপাড়াকে ৪-০ গোলে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ মোমীনুল ইসলাম বিজয়ী ও রানারআপ উভয় দলকে পুরস্কার প্রদান করেন।
বিজয়ী দল লালপুর জোনাল অফিসের পক্ষে পুরস্কার গ্রহন করেন এজিএম (ওএন্ডএম) মোঃ আবু সালেক এবং রানারআপ সদর দপ্তর বনপাড়ার পক্ষে পুরস্কার গ্রহন করেন এজিএম (ইএন্ডসি) মোঃ মোখলেছুর রহমান।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ মোমীনুল ইসলাম বলেন, এই মহামারী করোনার সময় বিদ্যুৎ বিভাগের লোকজন 'দুর্যোগে আলোর গেরিলা' হয়ে গ্রাহকের ঘরে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। কাজের ফাঁকে তাদের এই খেলাধুলার আয়োজন তাদের শারীরীক ও মানুষিক প্রশান্তি দেবে। এতে তারা নিজেদেরকে আরো গ্রাহক সেবায় মনোনিবেশ করতে পারবে। খেলাধুলার এ ধারাকে অব্যাহত রাখতে হবে এবং যারা এই খেলাটি আয়োজনে সহযোগিতা ও পরিচালনা করেছেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডিজিএম লালপুর রেজাউল করিম খান, ডিজিএম বাঘা সুবীর কুমার দত্ত, এজিএম (প্রশাসন) ফজলুল আনোয়ার, এজিএম (ওএন্ডএম) আব্দুল খালেকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সাম্প্রতিক মন্তব্য