বেজার উপ-প্রকল্প পরিচালক হলেন নজরুল ইসলাম
ইমাম হাসান মুক্তি, প্রতিনিধি, লালপুর (নাটোর)
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) হলেন মো. নজরুল ইসলাম। তিনি বুধবার (২৫ আগস্ট ২০২১) ওই পদে যোগদান করেছেন।
২৭তম বিসিএস প্রশাসন ক্যাডার মো. নজরুল ইসলাম সহকারী কমিশনার (শিক্ষানবিস) হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুরে যোগ দেন। কর্মজীবনে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নওগাঁ জেলার নিয়ামতপুর ও মান্দা উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় দায়িত্ব পালন করেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নাটোর জেলার লালপুর উপজেলায় (০৫/০৩/২০১৫ থেকে ২৯/০৮/২০১৮) অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দেন এবং সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে দায়িত্ব পালন করেন। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজরুল ইসলাম গত ৮ মার্চ ২০২১ উপসচিব পদে পদোন্নতি পান।
পিতার চাকরির সুবাদে মো. নজরুল ইসলাম দিনাজপুর শহরের সেন্ট ফিলিপস হাই স্কুল থেকে ১৯৯৫ সালে এসএসসি এবং পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ থেকে ১৯৯৭ সালে এইচএসসি পাস করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ২০০১ ও ২০০৪ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি ২০১৩-২০১৪ শিক্ষা বছরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে তিনি পরিচিত ছিলেন।
কর্মজীবনের প্রথমে তিনি কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (সিওডিএ)-এর প্রভাষক (২০০৪-২০০৫) এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক (ইংরেজি ভার্সন, ২০০৬-নভেম্বর/২০০৮) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিবেশ বিষয়ক যুগ্ম সম্পাদক।
পাবনা শহরের পাথরতলা মহল্লায় মাতুলালয়ে জন্মগ্রহণ করা নজরুল ইসলামের পৈতৃক নিবাস একই শহরের গোবিন্দা মহল্লায়। পিতা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. নুরুল ইসলাম ও মাতা ফয়জুন্নেসা দম্পতির চার সন্তানের মধ্যে তিনি একমাত্র পুত্র সন্তান। মো. নজরুল ইসলামের সহধর্মিণী নিগার উন্মে রেশমা সরকারি সিটি কলেজ, রাজশাহীর দর্শন বিভাগের প্রভাষক। তাদের দুই পুত্র সন্তান রুবায়াৎ ইসলাম রুপাই ও সায়র সাদাত।
সাম্প্রতিক মন্তব্য