logo
news image

জন্ম-মৃত্যু নিবন্ধনে শীর্ষে বড়াইগ্রাম

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর

জন্ম-মৃত্যুু নিবন্ধনে নাটোরের বড়াইগ্রাম উপজেলা বাংলাদেশের এলিট গ্রুপের সদস্যের মধ্যে শীর্ষ ০৬ এর সম্মান অর্জন করেছে । বুধবার সকালে এই অর্জণের সহায়তকারী হিসেবে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের একজন করে সেরা গ্রাম পুলিশ এবং উপজেলার একজন সেরা ইউপি সচিব-এর হাতে সম্মাননা সনদপত্র ও পুরস্কার তুলে দেন ইউএনও জাহাঙ্গীর আলম।
পুরস্কার প্রাপ্তরা হলেন মাঝগাঁও ইউপি শ্রেষ্ঠ সচিব আব্দুর রাজ্জাক এবং ছয়টি ইউনিয়নের সেরা গ্রাম পুলিশরা যথাক্রমে জোয়াড়ী ইউনিয়নের  নাজমুল হোসেন, বড়াইগ্রাম ইউনিয়নের মবিদুল ইসলাম, জোনাইল ইউনিয়নের কাবের আলী, নগর ইউনিয়নের রাসেল আলম, মাঝগাঁও ইউনিয়নের আসাদুল ইসলাম এবং চাঁন্দাই ইউনিয়নের পান্নু আলী । এদিকে ভাল ফলাফল না থাকায় গোপালপুর ইউনিয়নকে পুরস্কার দেয়া হয় নাই।
ইউএনও জাহাঙ্গীর আলম বলেন, বড়াইগ্রাম উপজেলা জন্ম-মৃত্যু নিবন্ধনে এলটি গ্রæপে দেশের শীর্ষ ৬-এ প্রবেশ করেছে। এটা যেমন গর্বের তেমনই ধরে লাখার চ্যালেঞ্জ রয়েছ। সকালর সচেতনতা এবং সহযোগিতায় শীর্র্ষস্থান অর্জণ করতে চাই।

সাম্প্রতিক মন্তব্য

Top