logo
news image

শ্রাবণের শেষ বর্ষণে উপড়োলো অর্ধশতবর্ষী গাছ

প্রতিনিধি, লালপুর (নাটোর)
শ্রাবণের শেষ রাতে বর্ষণ আর দমকা হাওয়ায় উপড়োলো বিদ্যালয় মাঠের অর্ধশতবর্ষী বওলা গাছ।
রোববার (১৫ আগস্ট ২০২১) রাতে নাটোরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের গাছটি উপড়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন বলেন, শ্রাবণের শেষ বর্ষণে অর্ধশতবর্ষী গাছটি উপড়ে যায়। বওলা গাছটি স্বাধীনতার পর লাগানো হয়। গাছটির গোড়ায় যথেষ্ট পরিমাণ মাটি না থাকায় দমকা হাওয়াসহ বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।

সাম্প্রতিক মন্তব্য

Top