logo
news image

খেলোয়াড় ঘুরে দাঁড়াবে : অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা

মিরপুরে আজ সংবাদ সম্মেলনে তিন নম্বরে সাকিবকে নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা শোনালেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, 'সাকিবকে তিনে ব্যাটিং করানোর পেছনে আমার যুক্তিটা এটাই যে, গত তিন চার বছরে অনেক খেলোয়াড়কেই বদল করা হয়েছে। সাকিব গত ১০-১২ বছর ধরে পারফর্ম করছে। আমি নিশ্চিত যে, ওর চেয়ে বেশি ওর পারফরম্যান্স নিয়ে ভাবনা আর কারো হবে না। ও যদি একটা দুইটা তিনটা ম্যাচ ব্যর্থও হয়, আমি নিশ্চিত ও-ই একমাত্র খেলোয়াড় যে ঘুরে দাঁড়াবে। কারণ, তার নিজস্ব একটা ভাবমূর্তি বিশ্ব ক্রিকেটে আছে।'

অধিনায়কের মতে, সাকিবের তিনে ব্যাটিং করাটা অন্যদের সামনে ভালো সুযোগ তৈরি করেছে, 'প্রথম পাঁচে সাকিব, তামিম, মুশফিক, বিজয় ও রিয়াদ ব্যাটিং করছে। এই পাঁচজনের মধ্যে যদি দুইজন ৪০ বা ৪৫ ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারে, আমরা যেকোনো উইকেটে জয়ের রানের কাছাকাছি পৌঁছে যাব। পাশাপাশি রুম্মন (সাব্বির) আছে, ওর ভালো কিছু ইনিংস আছে। ওই সময় যে ইনিংস খেলতে হয়, সে সামর্থ্য ওর আছে। সাত-আটে আমার কাছে মনে হয়, ওই জায়গাটা উন্মুক্ত আছে। যারা অলরাউন্ডার আছে, যারা দলে সুযোগ পেয়েছে, তাদের জন্য বড় সুযোগ। এবং আমি এটা ইতিবাচক হিসেবেই দেখছি।'

ছয়-সাতই সাব্বিরের জন্য সেরা জায়গা বলে মনে করেন অধিনায়ক, 'সাব্বিরকে নম্বর তিনের জন্য অনেক দিন চেষ্টা করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে, ওর জন্য এই জায়গাটা (ছয়-সাত) সব সময় ভালো। কারণ ওর ক্যারিয়ার এখন শুরুর দিকে। ও স্ট্রোক খেলতে পছন্দ করে। ও যদি আট-দশ ওভার পায় তাহলে হিসাব করা সহজ। আমার মনে হয়, ও এখন তার সেরা পজিশনে আছে। আর সময়ের সাথে ও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আরো ওপরে উঠে আসবে। যেটা অন্যান্য ব্যাটসম্যানদের ক্ষেত্রেও হয়েছে।'

সাম্প্রতিক মন্তব্য

Top