logo
news image

বড়াইগ্রামে আশ্রয়ন প্রকল্পে আন্দ-উচ্ছাস

নিজস্ব প্রতিবেদক,  বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের উপলশহর গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে বাড়ী পাওয়া ৬৫ পরিবারের মধ্যে আনন্দ-উচ্ছাস বইছে।
শুক্রবার সকালে ওই আশ্রয়ন প্রকল্প দেখতে যান নাটোরের নবাগত জেলা প্রশাসক শামীম আহমেদ। এসময় তিনি আশ্রয়ন প্রকল্পে থাকা শিশুদের জন্য প্রকল্প এলাকায় নির্মিত শিশু পার্ক উদ্বোধন করেন। এরপর তিনি করোনা কালে কর্মহীন থাকায় প্রতিটি ঘরের দরজায় গিয়ে প্রধানমন্ত্রীর উপহারের খাবার ও নগদ ৫০০ টাকা করে পরিবার প্রধানদের হাতে তুলে দেন। পরে তিনি গোটা আশ্রয়ন প্রকল্প এলাকার পরিবেশসহ অন্যান্য ভৌত কাঠামো পরিদর্শণ করেন। 
এসময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, বড়াইগ্রামের ইউএনও জাহাঙ্গীর আলম, সহকারী কশিশনার (ভূমি) কাজী নাহিদ ইভা, জেলা ত্রাণ কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান মোমিন আলী, পিআইও আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য নুর ইসলাম সিদ্দিকী প্রমুখ। 

সাম্প্রতিক মন্তব্য

Top