logo
news image

বড়াইগ্রামে নির্মাণধীন কালভার্টের ধস

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নায়ন প্রকল্পের নির্মাণধীন কাল ভার্ট ধসের ঘটনা ঘটেছে। শনিবার উপজেলার বড়াল নদীর পিরপাল-গোয়ালফা সংযোগ রাস্তায় এ ঘটনা ঘটে।
বরেন্দ্র বহুমুখী উন্নায়ন প্রকল্প সুত্রে জানা যায়, ৪৫ ফিট কারভার্ট নির্মানের জন্য সারে ২৬ লক্ষ টাকায় বাবু কন্সটাকশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়।
স্থানীয় শাহাবুদ্দিন নামের এক ব্যাক্তি বলেন, ঠিকাদার প্রথম থেকেই নিম্ম মানের কাজ করতে ছিল। আমরা বারবার বলার পরেও সঠিক ভাবে কাজ না করায় আজ এই অবস্থার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টির পানির স্রোতেই যদি এই অবস্থার সৃষ্টি হয় তাহলে বড় কোন স্রোত হলে কালভার্ট কোথায় যাবে। 
বাবু কন্সটাকশনের মালিক আব্দুল আজিজ বলেন, আমার কাজটি সঠিক ভাবে করা হচ্ছিল। নদীর মাঝ দিয়ে মাটি কেটে দিতে বলা হয়েছিল কিন্তু একপাশ দিয়ে কেটে দেওয়ার কারনে পানির স্রোত বেশী হওয়ায় দেবে গেছে। সেটি ঠিক করে দেওয়া হবে।
বরেন্দ্র বহুমুখী উন্নায় প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। আমার কাজের বিল দেওয়া হয় নাই। কাজ সঠিক ভাবে সম্পন্ন করে বিল নিতে বলা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top