logo
news image

করোনা রোগীদের পাশে মোহরকয়া ভিলেজ ফাউন্ডেশন

প্রতিনিধি, নাটোর (লালপুর):
‘আলোকিত মন-আলোকিত মানুষ-আলোকিত গ্রাম’ শ্লোগানে মানুষের জন্য কাজ করছে নাটোরের লালপুরের মোহরকয়া ভিলেজ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এবার করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার (১৮ জুলাই ২০২১) মোহরকয়া গ্রামের করোনা আক্রান্ত মো. মিজানুর রহমান রঞ্জু (৪৫) ও মো. শরিফুল ইসলাম সোহাগের (২২) বাড়িতে খাবার ও নগদ অর্থ পৌঁছে দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যক্ষ ড. মো. ইসমত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক দপ্তরের পরিচালক ও অক্সিজেন বিতরণ কমিটির আহবায়ক মো. শাহিদুর রহমান শাহিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিষয়ক দপ্তরের পরিচালক মো. সায়েদুর রহমান লাবু, ইক্ষু উন্নয়ন ও গবেষনা বিষয়ক দপ্তর পরিচালক মো. আনিছুর রহমান, ধর্ম বিষয়ক দপ্তর পরিচালক মো. হোসাইন আল আরিফ কিরন, প্রাথমিক ও গণ শিক্ষা বিষয়ক দপ্তর পরিচালক মো. আব্দুল হান্নান, পরিবার পরিকল্পনা বিষয়ক দপ্তর পরিচালক মো. আরোজ উদ্দিন প্রমুখ।
ড. মোঃ ইসমত হোসেন বলেন, মোহরকয়া গ্রামের মানুষের যে কোন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ফাউন্ডেশন পাশে আছেন ও থাকবে।

সাম্প্রতিক মন্তব্য

Top