লালপুরে করোনা জনসচেতনায় তৎপর গ্রাম পুলিশ
আনোয়ারা ইমাম শেফালী:
নাটোরের লালপুরে করোনা জনসচেতনায় তৎপর গ্রাম পুলিশ সদস্যরা। উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার গ্রাম পুলিশ নিরলস কাজ করে যাচ্ছেন। হাতে মাস্কের বক্স নিয়ে কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছেন তারা। সেই সাথে করোনা রোগীদের বাড়িতে লাল পতাকা দিয়ে চিহ্নিত করছেন।
সরকারের দেওয়া বিধি নিষেধ মেনে সামাজিক দুরত্ব বর্জায় রেখে কদিমচিলান ইউনিয়নের চাঁদপুর কাঁচাবাজার উন্মক্ত স্থানে বাজার চলছে। যার তদারকী করছেন গ্রাম পুলিশ সদস্য।
বিলমাড়ীয়া হাটে কড়াকড়ি অবস্থানে ছিলেন তারা। বিনা প্রয়োজনে হাট এলাকায় ঘোরাঘুরি করা লোকজনকে বের করে দেন।
অকারণে রিক্সা, ভ্যান, চার্জার অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন হাটে প্রবেশ করাতে না পারে, সে ব্যাপারে কঠোর নজরদারি করছেন গ্রাম পুলিশের সদস্যরা। নির্দেশনা মেনে চলতে ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করছেন।
সাম্প্রতিক মন্তব্য