লালপুরে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ
প্রতিনিধি, লালপুর (নাটোর)
নাটোরের লালপুরে করোনার কারণে ক্ষতিগ্রস্ত ১৫০ জনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৭ জুলাই ২০২১) উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রাণ বিতরণ করেন নাটোরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. শামীম আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তুজা লিলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু।
এর আগে জেলা প্রশাসক লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মঞ্জিলপুকুর আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন।
সাম্প্রতিক মন্তব্য