logo
news image

লালপুরে প্রাতঃভ্রমন সদস্যেদের রাস্তা সংস্কার

প্রতিনিধি, নাটোর (লালপুর):
নাটোরের লালপুরে প্রাতঃভ্রমন সদস্যেরা স্বেচ্ছাসেবার মাধ্যমে একটি পাকা সড়ক সংস্কার করলেন। শুক্রবার (২৫ জুন ২০২১) মেরামত কাজ সস্পন্ন করেন বিভিন্ন পেশার মানুষ।
উপজেলার লালপুর-রামানন্দপুর-আব্দুলপুর সড়কের কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হয় কিছু দিন আগে। তবে পার্শ্ব  রাস্তা না থাকায়  সামান্য বৃষ্টির পানিতে নিচের মাটি সরে গিয়ে সড়কের দু’পাশের এজিংয়ের ইট খাদে পড়ে যাচ্ছে। ফলে সড়কটির বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। একটু নিরিবিলি হওয়ায় প্রতিদিন ভোর বেলা বিভিন্ন বয়সের নারী-পুরুষ এই সড়কে প্রাতঃভ্রমনে আসেন।
সম্প্রতি বৃষ্টিতে ওই সড়কের রামানন্দপুর ঈদগাহ মাঠের নিকট কয়েকটি স্থানে নিচের মাটি সরে গর্ত হওয়ায় বিষয়টি ওইসব প্রাতঃভ্রমনকারীর নজরে আসে। ওই সব গর্তের স্থান মেরামতের ব্যাপারে শুক্রবার সকালে তারা কয়েকজন বসে সিদ্ধান্ত নেন। যেমন কথা, তেমন কাজ। ছুটির দিন হওয়ায় কয়েকজন শিক্ষক, ব্যাংকার, ব্যবসায়ী মিলে সড়কটির মেরামত কাজে লেগে পড়েন।
উত্তরা ব্যাংক লালপুর শাখার ব্যবস্থাপক মো. আজিজুল ইসলাম বলেন, তারা এই রাস্তায় সকালে হাঁটেন। নিজেদের তাগিদে তারা এ কাজ করেন। তিনি বলেন, আমরা যার যার জায়গা থেকে আন্তরিক হলে কোন সমস্যা থাকবে না। দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা কাজ করতে চাই।
ওই গ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক রবজেল বলেন, দেশের প্রতি মমত্ববোধ থেকে নিজেকে নিয়োজিত করলে সত্যিই আমাদের দেশটা সোনার বাংলাদেশ হবে। তিনি স্বপ্রণোদিত এই কাজের জন্য সাধুবাদ জানান।

সাম্প্রতিক মন্তব্য

Top