লালপুরে নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত
ইমাম হাসান মুক্তি, প্রতিনিধি, নাটোর (লালপুর):
নাটোরের লালপুরে ‘নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট ২০২১’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুন ২০২১) সন্ধ্যা রাতে বালিতিতা ইসলামপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় লালপুরের ঐতিহ্যবাহী মুক্তিসংঘ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে জাগরনী স্পোর্টিং ক্লাব।
নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহন করে। টুর্নামেন্টে জাগরনী স্পোর্টিং ক্লাবের আসিফ ম্যান অফ দ্য ফাইনাল এবং ম্যান অফ দ্য সিরিজ হবার গৌরব অর্জন করেন।
জাগরনী স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সিজান বলেন, দলীয় প্রচেষ্টা, সকলের সম্মিলিত প্রয়াস ও আসিফের অসাধারন নৈপুন্যের কারণে জাগরনী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
খেলা শেষে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাবেক সভাপতি মো. খাইরুল বাসার ভাদু। বিশেষ অতিথি ছিলেন, বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ মো. ইকবাল, লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা মো. ইলিয়াস হোসেন, বসুন্ধারা গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম), মুক্তিসংঘ ক্লাবের সাবেক ক্যাপ্টেন জুবায়ের হোসেন সম্রাট প্রমুখ।
টুর্নামেন্টের আয়োজক আরাফাত লিপু জানান, খেলোয়াড়দের মধ্যে অনুশীলন অব্যাহত রাখতে এ আয়োজন করা হয়েছে। প্রিতম, আনাম, সাদমান, সাফিয়াল, মামুন, পল্টন, আরাফাতসহ অনেকে এ আয়োজন সফল করতে অনেক কষ্ট ও সহযোগিতা করেছেন।
তরুণ-যুব সমাজে খেলাধূলার আগ্রহ সৃষ্টিতে সর্বদা সচেষ্ট ও অন্যতম উদ্যোক্তা ডা. আহমেদ রিজভী বলেন, সার্কেল টুর্নামেন্টে বোলাররা একটা অল্প গতি দিয়ে বল করবে আর ব্যাটসম্যানদের চার মারতে হবে। তবে ছক্কা মারলে আউট হয়ে যাবে। ক্রিকেটের নিয়ম থেকে একটু আলাদা। এখন বর্ষাকাল হওয়ায় লালপুরে জলাবদ্ধতার কারণে প্রায় সব মাঠই ডুবে গেছে। খেলোয়াড়দের উজ্জীব রাখতে একমাত্র সার্কেল খেলায় এখন একমাত্র ভরসা।
সাম্প্রতিক মন্তব্য