logo
news image

শাবি অর্থনীতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি খুশবু-সেক্রেটারি কাসমির

নিজস্ব প্রতিবেদক, শাবি।।
বিভাগের প্রথম ব্যাচের ছাত্র মুসলেহ উদ্দীন খুশবুকে সভাপতি ও ষষ্ঠ ব্যাচের ছাত্র কাসমির রেজাকে সাধারণ সম্পাদক করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের ৩১ সদস্য বিশিষ্ট দ্বিতীয় কার্যকরী কমিটি গঠিত হয়েছে। শনিবার (১২ জুন ২০২১) রাতে এক ভার্চুয়াল সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়। সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাসমির রেজা'র সঞ্চালনায়  ভার্চুয়াল সাধারণ সভায় দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক ছাত্র-ছাত্রীরা যোগ দেন।
সভায় বিগত সাধারণ সভায় গঠিত সাবজেক্ট কমিটির প্রধান ডক্টর নাসিম সাঈদী নতুন কার্যকরী কমিটি প্রস্তাব করেন। দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে কমিটি পাস হয়। সভায় সংগঠনের উপদেষ্টা কমিটিও গঠিত হয়। উপদেষ্টা কমিটিতে রয়েছেন ড. নাসিম সাইদী, অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান, মোঃ ফরিদ আলম, সঞ্জিত কুমার রায় ও মোহাম্মদ আব্দুল কাদির। তিন বছর মেয়াদী এ কার্যকরী কমিটিতে আরও রয়েছেন সহ-সভাপতি রাফিয়া মকবুল, ড. মনসুর আহমেদ বিপ্লব, অধ্যাপক ড. আব্দুল মুনিম জোয়ারদার, কোষাধ্যক্ষ তারেক মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক জেবিন আক্তার, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মোরশেদ সিমন, মুনাদির ইসলাম চৌধুরী, এসএম জার্জিস আলম জেরি, সমাজ কল্যাণ সম্পাদক ফয়জুর রহমান, প্রচার ও জনসংযোগ সম্পাদক শেখ জিহান আসিফ সাদাত, সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ বিন আজহার, ক্রীড়া সম্পাদক সুমন চন্দ্র দাস, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ নাহিদ মিয়া, দপ্তর সম্পাদক শুভাশিস পাল শুভ।
কার্যকরী কমিটির সদস্য সনজিত কুমার বণিক, মোহাম্মদ কামরুল ইসলাম, জি এম হারুন-অর-রশিদ, খুরশেদ আলম হিটু, রাশেদ রাফিউদ্দিন মিথুন, সাব্বির আহমেদ চৌধুরী, মোঃ নজরুল ইসলাম, মুরাদ চৌধুরী, মাসুদা ইয়াসমিন সুমি, মোহাম্মদ তানভীর বক্স, আবু মোঃ ইউসুফ বিন আহমদ, রাশেদ খান মিলন, সাদিয়া মতিন মিথিলা, তানিম পাপিয়া ও মোঃ আব্দুল লতিফ মাহমুদ সুমন।

সাম্প্রতিক মন্তব্য

Top