logo
news image

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব হলেন সৈয়দ মেহেদী হাসান

ইমাম হাসান মুক্তি, প্রতিনিধি, নাটোর (লালপুর)
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে সৈয়দ মেহেদী হাসানকে পদায়িত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-১ অধিশাখার ২ জুন ২০২১ তারিখে উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
তিনি পরিচালক (যুগ্মসচিব), বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (পরিচালক, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট) হিসেবে কর্মরত ছিলেন।
নাটোরের লালপুর উপজেলার গৌরীপুরে ১৯৬৬ সালের ১ এপ্রিল জন্মগ্রহণ করেন সৈয়দ মেহেদী হাসান ফারুক। পিতা মো. আব্দুল আজিজ।
তিনি কেএসএম ঢাকা মিনাপাড়া ইউনাইটেড হাইস্কুল থেকে এসএসসি, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বন ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৯৩ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন।
তিনি ঢাকাস্থ লালপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top