logo
news image

সিরাজগঞ্জ বিউবো-র ব্যবস্থাপক হলেন রেজাউল করিম

ইমাম হাসান মুক্তি, প্রতিনিধি, নাটোর (লালপুর)
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো. রেজাউল করিমকে পদোন্নতি দেওয়া হয়েছে। গত ৯ জুন ২০২১ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক দপ্তরাদেশে বাঘাবাড়ি ৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্র, বিউবো, সিরাজগঞ্জ-এর ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
নাটোরের লালপুরের হাবিবপুর গ্রামে ১৯৬৮ সালের ১১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মো. রেজাউল করিম। পিতা মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক মৃধা, সাবেক চেয়ারম্যান ও মাতা রাবেয়া বেগম। স্ত্রী কানিজ ফাতেমা। তাঁদের সন্তান রেজওয়ানা করিম রোজা ও রাফিয়া করিম রিশা।
তিনি হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, সালামপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এসএসসি, আব্দুলপুর সরকারি কলেজ থেকে এইচএসসি, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে ১৯৯২ সালে বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং (যান্ত্রিক) ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৯৪-১৯৯৮ পর্যন্ত এলজিইডির সহকারী প্রকৌশলী হিসেবে, ১৯৯৯-২০২১ পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকায় কর্মরত ছিলেন।  গত ৯ জুন ২০২১ প্রকৌশলী (যান্ত্রিক) মো. রেজাউল করিম বাঘাবাড়ি ৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্র, বিউবো, সিরাজগঞ্জ-এর ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
তিনি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অব বাংলাদেশের লাইফ ফেলো এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নির্বাহী সদস্য। তিনি ২০২১ সালের ৩১ মার্চ থেকে ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top