রংপুরে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের যোগদান
নিজস্ব প্রতিবেদক।।
রংপুরে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম-সেবা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে যোগদান করেছেন।
সোমবার (৭ জুন ২০২১) তাঁর যোগদান উপলক্ষে বাংলাদেশে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম-বার, পিপিএম-সেবা, পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন) খন্দকার খালিদ বিন নূর, পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম এনালাইসিস) মো. আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন), সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআজি)সহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।
সাম্প্রতিক মন্তব্য