ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম-এর কবিতা
কল্পনায় এঁকেছি ছবি
আকাশের তারাগুলো মিটিমিটি হাসে
যে হাসিতে খুঁজে পাই আমি তোমাকে,
নিঝুম রাতে আসো তুমি স্বপ্নের ঘোরে
তাইতো তোমার ছবি এঁকেছি কল্পনায়।
দিনগুলো অভিমানী হয়ে দুরে চলে যায়
চোখের পাতায় লেগে থাকে মনের কথা,
ক্লান্ত কথাগুলো মেঘের আড়ালে ভেসে
নীরবে বলে যায় স্বপ্নহারা বেদনার গান।
উজ্জ্বল তারা হয়ে জ্বলজ্বল করে আছো
তোমার চির নীরব মনের ধুসর আকাশে,
আকাশটা বিরহ বেদনায় শুধু কেঁদে যায়
অশ্রুর ফোটা হয়ে অবিরাম ঝড়ে পড়ে।
খেয়ালি বাতাসে বসে আনমনে ভেবে যাই
কিছু বলবো বলেও হয়নি বলা তোমাকে,
শেষ বিকেলে ফুলের মতো সুবাস ছড়িয়ে
এসো তুমি বেদনা সরিয়ে আমার কাননে।
ঝরা ফুল
আঁধার এলে সুখগুলো শুধু সরে যায়
চির অচেনা হয়ে থাকে দূর নীলিমায়,
হৃদয়ের মাঝে কেন যে আসেনা ফিরে
জীবনের ব্যথাগুলো অবিরাম সরিয়ে।
মেঘের পালকিতে সুখগুলো চলে যায়
আবেগি মনের আঙিনায় জমে বেদনা,
বেদনাগুলো একরাশ আলপনা এঁকে
বলাকার মত উড়ে চলে নীল আকাশে।
মনের আকাশ বিরহের বেদনায় কেঁদে
বাদল দিনে একলা থাকে বাসনা নিয়ে,
মনের ইচ্ছেগুলো অজানা দিগন্ত ছুঁয়ে
অনেক সোনালি সুখ হয়ে আসে ফিরে।
নিঝুম রাতে আকাশের নিভু বাঁকা চাঁদ
উতলা হৃদয়ে বয়ে আনে বেদনার ছায়া,
বেদনার নীরব গানগুলো হয় অভিমানি
ঝরা ফুলের মত ক্লান্ত হয়ে পড়ে থাকে।
সাম্প্রতিক মন্তব্য