logo
news image

এলোমেলে ছড়া



পিচ্চিল এলোমেলো পথ
যখন তখন পা ছিটকে
পড়ে যেতে মানা নেই
কাঁটা বিছানো পথে
যেমন শুরু আছে
শেষ খুঁজে পাবেনাকো তুমি
দায়সারা সমাজের মানুষেরা
বিপদে তুমি সাংবাদিক বলে
কাছেও আসবেনা
তোমার কান্না তাদের
কর্নে পৌঁছাবেনা
নিশ্চিত জেনেই
তোমাকে পথ চলতে হয়
সমাজের অসঙ্গতির বিরুদ্ধে
তোমার ধাঁরালো কলমের ছোঁয়া
এ সমাজকে বদলে দিতে পারে
তাইতো তুমি নির্ভিক সাংবাদিক
তুমি কাউকে পরোয়া করোনা
এটাই তোমার ব্যবধান
তুমি ছিনিয়ে নেবে
সমাজ সংসার
রাষ্ট্রের মাঝে লুকিয়ে
থাকা শেয়ালগুলোর
নিত্যদিনের আহরিত খোরাক
পোঁছে দেবে মালিক
রাষ্ট্রের কাছে...

দাঁড়ি-কমাবিহীন ছড়াটি সাংবাদিকদের উদ্দেশ্যে  লিখেছেন

আহমেদ আবু জাফর
সাধারণ সম্পাদক
বিএমএসএফ
৩ জুন ২০২১

সাম্প্রতিক মন্তব্য

Top