বঙ্গবন্ধুর দৌহিত্র ববির জন্মদিনে পলকের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধুর দৌহিত্র, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর ট্রাস্টি সৃজনশীল তরুণ মেধাবী নেতা রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (২০ মে ২০২১) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বৈশ্বিক করোনা মহামারির ভয়াবহতা ও দীর্ঘমেয়াদি প্রভাব উপলব্ধি করে গত ২০২০ সালের ১৮ মার্চ ববি ভাই আমাকে বিজনেস কন্টিনিউটি প্ল্যান প্রণয়ন করে জরুরি ও অতি গুরুত্বপূর্ণ খাতগুলোর কার্যক্রম প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সচল রাখার পরামর্শ দেন। এরই ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা, ডিজিটাল স্বাস্থ্যসেবা, অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান রাখা, নিরবচ্ছিন্ন জরুরি পণ্য সরবরাহ ও ঘরে বসে বিনোদন এই পাঁচটি বিষয়ে বিজনেস কন্টিনিউটি প্ল্যান প্রণয়ন করে, যা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শে অনুমোদন দেন। এমন একটি দূরদর্শী ও সুচিন্তিত পরামর্শ দানের জন্য ববি ভাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয় ভাইসহ নীতিনির্ধারকদের সাথে তরুণদের সরাসরি মতবিনিময়ের জন্য ‘লেটস টক’ এর মত একটি প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে সিআরআইকে জনপ্রিয় করে তুলেছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ভাই। বাংলাদেশের তরুণদের জন্য তিনি তৈরি করেছেন তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন সফল করার ‘ইয়াং বাংলা’ প্ল্যাটফর্ম।
আওয়ামী লীগের ডিজিটাল মিডিয়া ও ওয়েব পোর্টাল পরিচালনার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে আধুনিকতা এবং প্রযুক্তির ছোঁয়া দিয়েছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ভাই। তথ্য গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ও কর্মময় জীবনকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে মুজিব গ্রাফিক নভেল তৈরি করেছেন তিনি।
এ ছাড়া বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের ওপরে তথ্যচিত্র নির্মাণ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে তরুণদের কাছে আকর্ষণীয় করে তুলতে ‘জয় বাংলা’ কনসার্টের মত সৃজনশীল আয়োজনের উদ্যোগ নিয়েছেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ‘জয় বাংলা বলে আগে বাড়ো’ সঙ্গীতটি তাঁরই ব্রেইন চাইল্ড। আজকের এই বিশেষ দিনে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
সাম্প্রতিক মন্তব্য