logo
news image

সাংবাদিক রোজিনাকে নির্যাতনের প্রতিবাদে লালপুরে মানববন্ধন

প্রতিনিধি, নাটোর (লালপুর)
আর্ন্তজাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী নারী সাংবাদিক প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবীতে নাটোরের লালপুরে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে ২০২১) সকাল ১১টায় লালপুর ত্রিমোহিনী বাজারে বিভিন্ন সংবাদিক সংগঠন, লালপুর বন্ধুসভা, সুধীজন, মানবাধিকার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন, সাংবাদিক ইমাম হাসান মুক্তি, মোজাম্মেল হক, এ কে আজাদ সেন্টু, এহসানুল করিম তুহিন, সালাহ উদ্দিন, এম এ রায়হান, মাজহারুল ইসলাম লিটন, লালপুর বন্ধুসভার নুর ইসলাম রুবেল, আব্দুল জাব্বার সুজনসহ প্রেসক্লাব ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সাংবাদিকরা বলেন, রোজিনা ইসলামে টুটি চেপে ধরে দুর্নীতি ধাপাচাপা দেওয়া যাবে না। হামলা-মামলা করে সাংবাদিকদের সত্য উন্মোচনে গতিরোধ করা যাবে না। দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে সাংবাদিকরা আরও ঐক্যবদ্ধ হবে। রোজিনা ইসলামের দ্রুত মুক্তি ও মামলা থেকে অব্যাহতির দাবি জানান। সেইসাথে দোষীদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপের দাবি করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top