লালপুরে আম-লিচু আহরণের সময় নির্ধারণ
প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুরে বিভিন্ন জাতের আম ও লিচু গাছ থেকে ফল আহরণের সময় বেঁধে দিয়েছেন প্রশাসন।
মঙ্গলবার (১৮ মে ২০২১) একটি নোটিশের মাধ্যমে এ সংক্রাস্ত নির্দেশনা দেওয়া হয়। নোটিশে বিভিন্ন জাতের আম ও লিচু সংগ্রহের আলাদা আলাদা তারিখ উল্লেখ করা করা হয়েছে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার জানান, এ বছর (২০২১) গোপালভোগ ২০ মে, রানীপছন্দ ও লক্ষণভোগ ২৫ মে, ক্ষিরসাপাত ২৮ মে, ল্যাংড়া ৫ জুন, মোহনভোগ ১৫ জুন, হাঁড়িভাঙ্গা, ফজলি ও আম্রপালি ২০ জুন, মল্লিকা ৩০ জুন, বারী আম-৪ ১০ জুলাই, আশি^না ১৫ জুলাই ও গৌরমতি জাতের আম ১৫ আগস্ট থেকে আহরণ ও বাজারজাত করা যাবে। এ ছাড়াও উপজেলায় চাষকৃত দু’টি জাতের লিচু মোজাফফরপুরী ১০ মে ও বোম্বাই জাতের লিচু ৩০ মে থেকে আহরণ ও বাজারজাত করা যাবে।
সাম্প্রতিক মন্তব্য