৩৮তম বিসিএস পরিবারের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান
প্রতিনিধি, নাটোর (লালপুর)
৩৮তম বিসিএস ক্যাডার পরিবার (নাটোর জেলা)-এর পক্ষ থেকে করোনা মহামারীর মধ্যে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়-দুস্থ মানুষদের মাঝে উপহার সামগ্রী হিসেবে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ মে ২০২১) লালপুর উপজেলার অর্জুনপুর-বরমহাটি ইউনিয়নে ৪০ জন, বাগাতিপাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ১০ জন এবং নাটোর সদর উপজেলাতে ২০ জন সর্বোমোট ৭০ জনের মধ্যে খাদ্যে সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, পোলাও চাল, লবন, ময়দা, চিনি, সেমাই, দুধ, সয়াবিন তেল ইত্যাদি।
৩৮ তম বিসিএস ক্যাডার পরিবারের অন্যতম সংগঠক জমিন আহমেদ জানান, আমরা গেজেটভূক্ত হওয়ার পরপরই যোগদানের পূর্বেই সারা দেশে ২০২০ সালের ১৮ ডিসেম্বর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করি। দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার সর্বদা পালন করার চেষ্টা করে যাচ্ছি। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামান্য কিছু খাদ্য সামগ্রী আমরা অসহায় দুস্থ মানুষদের মাঝে পৌঁছে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
বিত্তবান ও সামর্থ্যবানদের নিকট আমার অনুরোধ আপনারা সামর্থ্য অনুযায়ী আপনার পাশের প্রতিবেশীর জন্যে হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
সাম্প্রতিক মন্তব্য