logo
news image

লালপুরে ৩৩৩ নম্বরে কলে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন ইউএনও

প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুরে ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেলেন ৩৮জন অসহায় ও হতদরিদ্র ব্যাক্তি।
শনিবার (৮ মে ২০২১) দুপুরে বাড়ি বাড়ি গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা পৌঁছে দেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার।
উপজেলার গোপালপুর পৌরসভার কেশবপুর মহল্লার মৃত ঈমান প্রামানিকের ছেলে অসহায়, প্রতিবন্ধী কাবিল উদ্দিন (৭০) সহায়তা পেয়ে খুশি। তিনি বলেন, আমি প্রতিবন্ধী ও অসহায়, আমার পরিবারে রোজগার করার মত কেউ নেই। বেশ কিছু দিন ধরে মানবেতর জীবনযাপন করছি। উপায়ন্তর না দেখে ৩৩৩ নম্বরে কল করে সহায়তার আবেদন করেছি। তবে এগুলো ফুরিয়ে গেলে কিভাবে দিন যাবে তা ভেবে পাচ্ছি না।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার জানান, এ পর্যন্ত উপজেলার মোট ৩৮ টি পরিবার ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা চেয়েছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি প্যাকেটে আছে ১০ কেজি চাউল, এক লিটার তেল, এক কেজি ডাউল, আধা কেজি লবণ, একটি সাবান, পাঁচটি মাস্ক ও একটি হ্যান্ড স্যানিটাইজার।

সাম্প্রতিক মন্তব্য

Top