logo
news image

লালপুরে নবেসুমি শহীদ সাগর গণহত্যা দিবস পালিত

প্রতিনিধি, নাটোর (লালপুর)
বুধবার (৫ মে ২০২১) নর্থ বেঙ্গল সুগার মিল কর্তৃপক্ষ শহীদদের স্মরনে ফাতেহা পাঠ, পুস্পস্তবক অর্পন, শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, মিলাদ মাহফিল, কাঙালী ভোজ ও খতমে কোরআনের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন, মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ  হুমায়ুন কবির, মিলের জিএম (প্রশাসন) ফরিদ হাসান ভূঁইয়া, জিএম (কারখানা) আনোয়ারুল ইসলাম, জিএম (কৃষি) মঞ্জুরুল হক,  জিএম (অর্থ) হিরন্ময় বিশ্বাস, মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সভাপতি গোলাম কাওছার, সিবিএ সাধারণ সম্পাদক ও নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন পিন্টুসহ শহীদ পরিবারের সদস্য ও শ্রমিক-কর্মচারীগণ।
১৯৭১ সালের ৫ মে একই দিনে নাটোরের লালপুরে তিনটি স্থানে গণহত্যা চালায় পাকবাহিনী। সবচেয়ে মর্মান্তিক হলো নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড ‘শহীদ সাগর’ হত্যাকান্ডে অর্ধশতাধিক শহীদ হন। এ ছাড়াও গোপালপুর বাজারে সাতজন ও লালপুর-গোপালপুর সড়কের শিমুল তলা নামক স্থানে ছয়জনকে হত্যা করে।

সাম্প্রতিক মন্তব্য

Top