logo
news image

লালপুরে নবেসুমিতে মে দিবস পালন

প্রতিনিধি, নাটোর (লালপুর)
‘শ্রমিক-মালিক নির্বিশেষ, মুজিববর্ষে গড়বো দেশ’ প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে পালন করা হয়েছে।
শনিবার (১ মে ২০২১) সকাল ১১ টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সভাপতি গোলাম কাওছারের সভাপতিত্বে ইউনিয়ন কার্যালয়ের সামনে  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ  হুমায়ুন কবির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিলের জিএম (প্রশাসন) ফরিদ হাসান ভূঁইয়া, জিএম (কারখানা) আনোয়ারুল ইসলাম, জিএম (কৃষি) মঞ্জুরুল হক,  জিএম (অর্থ) হিরন্ময় বিশ্বাস, সিবিএ সাধারণ সম্পাদক ও নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান নাহিদ, ধর্ম-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাজাহান আলী, লালপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল, জাতীয় শ্রমিক লীগ নবেসুমি শাখা সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ উপলক্ষে মিল মসজিদে বাদ আছর এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top