logo
news image

লালপুরে রমজান কাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুর ডিগ্রি কলেজ মাঠে শর্ট গোল ‘রমাজান কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল ২০২১) টুর্ণামেন্টের উদ্বোনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লালপুর ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল ওয়াদুদ।  বিশেষ অতিথি ছিলেন, প্রভাষক আবু শাহীন। প্রধান বক্তা ছিলেন, ডা. আহমেদ রিজভী। খেলা পরিচালনায় সার্বিক দায়িত্বে ছিলেন,  ফুটবলার মমিন, আরাফাত লিপু ও আহাদ।  
উদ্বোধনী খেলায় জোতদৈকীকে ট্রাইবেকারে ২-১ গোলে পরাজিত করে এসএসসি ব্যাচ ২০১৪ বিজয়ী হয়।
আয়োজকরা জানান, রমাজান মাসে রোযা রেখে সবাই ফুটবল খেলছে, ব্যাপারটা অনেক বেশি প্রশংসনীয়। লালপুরের বর্তমানে সবাই যতটা সম্ভব যুবক সম্প্রদায়কে খারাপ অভ্যাস থেকে দূরে রেখে সবাইকে খেলার মাঠে আনার যে প্রয়াস তা সত্য অনেক বেশি প্রশংসনীয়।  সবাই আমরা ভালভাবে খেলবো, মজা করবো, প্রতিদ্বন্দ্বীতা করবো। তবে হিংসা-হিংসি করবো না।  জাস্ট এনজয়। খেলাটি ১০ মিনিট করে ২০ মিনিট সময়ের।  নির্ধারিত সময়ে খেলা শেষ না হলে ট্রাইবেকার এর মাধ্যমে খেলার নিষ্পত্তি হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top