লালপুরে ব্যবসায়ীদের সাথে ওসির মতবিনিময়
প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুর হাট-বাজারের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন লালপুর থানার অফিসার ইনচার্জ মো. ফজলুর রহমান।
রোববার (২৫ এপ্রিল ২০২১) সন্ধ্যায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, লালপুর বাজার বণিক সমিতির সভাপতি আ স ম মাহমুদুল হক মুকুল, সাধারণ সম্পাদক মো. মাজদার রহমান, সদস্য গোলাম কিবরিয়া, শুকুর আলী মোল্লা, লালপুর বাজারের ইজারাদার শামীমসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীগণ।
সভায় সরকার নির্ধারিত হারে চাঁদা আদায়, ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, করোনাকালীন স্বাস্থ্য বিধি বাস্তবায়ন এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ওপর আলোচনা হয়।
সাম্প্রতিক মন্তব্য