logo
news image

লালপুরের প্রতিবন্ধী সেঁজুতি সাইকেলে চড়ে স্কুলে যেতে চাই

ইমাম হাসান মুক্তি, প্রতিনিধি, নাটোর (লালপুর)
সেঁজুতি পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থী। প্রতিবন্ধী হলেও তার প্রবল ইচ্ছে সাইকেলে চড়ে স্কুলে যাবে। সাইকেল কিনে দেওয়ার মতো সামর্থ নেই ভ্যান চালক বাবার। তবুও সে হাল ছাড়তে রাজি নয়। যেভাবেই হোক সাইকেলে চড়া শিখতেই হবে। প্রতিবেশী একজনের সাইকেল নিয়ে চেষ্টা করছে। তার একটি হাত না থাকলেও মাকে রান্নায় সহযোগিতা করে।
সেঁজুতি বিলমাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তার বাবা নাম সুজন। বাড়ি নাটোরের লালপুরের নাগশোষা গ্রামে। দুই বোনের মধ্যে সে বড়।
বুধবার (৭ এপ্রিল ২০২১) বাড়ির পাশের রাস্তায় সাইকেল চালানোর প্রশিক্ষণ নেওয়ার সময় ছবিটি তোলা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top