logo
news image

বইমেলায় নাজিফা নাওয়ারের গল্পগ্রন্থ-স্বপ্নের দুনিয়া

নিজস্ব প্রতিবেদক।।
বইমেলা ২০২১ এ এসেছে নাজিফা নাওয়ারের প্রথম গল্পগ্রন্থ ‘স্বপ্নের দুনিয়া’। সে ঢাকা’র ওয়াইডব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। বইটি ৬ এপ্রিল ২০২১ হতে পাওয়া যাচ্ছে বইমেলার অমরাবতি প্রকাশনীর স্টলে। স্টল নং ১১৭ (লেকের পূর্ব পাড়)। কোভিড পরিস্থিতির অবনতি ও দেশব্যাপী লকডাউনের কারণে আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা সম্ভব হয়নি। বইটির মনোমুগ্ধকর প্রচ্ছদ এঁকেছে ফাইজা ইবনাত। সেও ওয়াইডব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
বইয়ে স্বপ্নের দুনিয়া গল্পে ভূত আছে, কিন্তু গল্পটি ভৌতিক নয়। হাসি, মজা আছে, কিন্তু গল্পটি হাসির নয়। তাহলে গল্পটি আসলে কেমন? গল্পটিতে ছাত্র-ছাত্রী, স্কুল, ভূত-প্রেত, এমন কি আরও মজার মজার কিছু বিষয় নিয়ে লেখা আছে। তাই গল্পটি কী নিয়ে লেখা তা বুঝতে পারছি না। পাঠক, আপনিই পড়ে আমাকে বলুন গল্পটি কী নিয়ে লেখা? বইটির এ গল্প সম্পর্কে এমন বক্তব্য লেখিকার।
এ বইয়ের অপর তিনটি গল্প- আতঙ্কিত বিলুখালা, সাবিনা ও নিশা- বিষয়বস্তুর মৌলিকত্ব ও বর্ণনার সাবলীলতা মুগ্ধ হওয়ার মতো, যা শিশু-কিশোরসহ সকল পাঠককে অনাবিল আনন্দ দেবে।
২০২০ সালে কভিড-১৯ মহামরির কারণে অবধারিত স্কুলমুক্ত জীবনে স্বেচ্ছায় গৃহবন্দিত্বকালে সে অনেক গল্প লিখেছে আপন মনের মাধুরি মিশিয়ে। সেখান থেকে নির্বাচিত ৪টি গল্প নিয়ে তার প্রথম গ্রন্থ ‘স্বপ্নের দুনিয়া’ প্রকাশিত হলো বইমেলা ২০২১-এ অমরাবতি প্রকাশনী থেকে। পাঠক, বিশেষতঃ শিশু-কিশোর পাঠক, প্রতিটি গল্পে শিশুমনের নির্মল আবেগ ও বর্ণিল কল্পনার স্পর্শ পাবেন।

সাম্প্রতিক মন্তব্য

Top