logo
news image

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের সহকারী নিহত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় শাহিন হোসেন (৩৫) নামের ট্রাক চালকের সহকারী নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালক যশোর জেলার শার্শা উপজেলার বসতপুর গ্রামে ফারুখ হোসেন ছেলে।
বনপাড়া হাইওয়ে থানা সুত্রে জানাযায়, ঢাকা থেকে নাটোর গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৩৫৮৯) রাস্তার পাশে বিকল হয়ে অবস্থান করতে ছিল। এতে চালকের সহকারী  ট্রাকে পিছনে বিকলের কারন দেখতে যায়। নাটোর গামী  আরেকটি ট্রাক (যশোর ট ১১-৪৩৫৩) পিছন থেকে বিকল ট্রাককে  ধাক্কা দেয়। এতে চালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হয়।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম, দুর্ঘটনায় কবলিত দুটি ট্রাক আটক করা হয়েছে। দুই ট্রাকের চালক পলাতক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সাম্প্রতিক মন্তব্য

Top