logo
news image

বড়াইগ্রামে করোনার প্রতিরোধে প্রচার অভিযান

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর

নাটোরের বড়াইগ্রামে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মানববন্ধন, মাস্ক ও লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতা মূলক প্রচার অভিযান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সমতা সোশ্যাল ডেভোলপমেন্ট ফাউন্ডেশন (এসএসডিএফ) এর সহযোগীতায় উপজেলা প্রশাসন এই কর্মসূচীর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
সমতা সোশ্যাল ডেভোলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রভাষক তসলিম উদ্দিনের সভাপতিত্বে আহমেদপুর ও বনপাড়া বাজার এলাকায় এ প্রচারণা অভিযান কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, পুলিশ পরিদর্শক আনোয়ারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ আলম মাস্টার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী প্রমূখ।

সাম্প্রতিক মন্তব্য

Top