logo
news image

ঈশ্বরদীতে খেলাঘরের উদ্যেগে গুণী সম্মাননা

নিজস্ব প্রতিবেদক।।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে খেলাঘর ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজনে তিন দিন ব্যাপী মুক্তিযুদ্ধের গল্প বলা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মার্চ ২০২১) অনুষ্ঠানের সমাপনী দিনে দেওয়ান আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে ছয়জন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। মুক্তিযুদ্ধে অবদান, মুক্তিযুদ্ধের উপর গবেষণা এবং সমাজে নানা অবদান রাখায় উক্ত ছয় জনকে গুণীজন সম্মাননা দিয়েছে খেলাঘর ঈশ্বরদী শাখা। খেলাঘরের কয়েকজন সভ্য যুবকদের নেতৃত্বে সমাজে এই গুণীজনদের অবদান পর্যালোচনা করে তাদের সম্মাননা দেবার চূড়ান্ত তালিকা প্রস্তুত করে। সম্মাননা প্রাপ্ত ব্যক্তি হলেন, প্রফেসর উদয়নাথ নাহিড়ী, বীরমুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ সিরাজ উদ্দিন বিশ্বাস, শিক্ষাবিদ এমদাদুল হক, কলামিস্ট ও গবেষক মোশাররফ হোসেন মুসা, লেখক ও গবেষক সাদ আহমেদ এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম থিয়েটারের কর্মী  জাকিরুল মওলা সুমন।
সম্মাননা প্রাপ্ত প্রত্যেককেই ক্রেস্ট প্রদান করা হয়। বাস টার্মিনালের শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠান প্রধান অতিথ ছিলেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের পরিচালিক ড. আমজাদ হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনদৃষ্টি সম্পাদক জাহাঙ্গীর হোসেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক হাসানুজ্জামান এনং কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক জিন্নাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান তুফান।

সাম্প্রতিক মন্তব্য

Top