logo
news image

একুশে গ্রন্থমেলায় লালপুরের মলয় বাগচীর দুটি বই প্রকাশিত

লালপুর (নাটোর) প্রতিনিধি।।
একুশের গ্রন্থমেলা ২০২১-এ নাটোরের লালপুরের উদীয়মান কবি মলয় বাগচীর কাব্যগ্রন্থ ‘বিষন্ন প্রহর’ ও শিশুদের ছড়ার বই ‘ফুল পাখির দেশে’ প্রকাশিত হয়েছে।
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের গ্রুপ ক্যাপ্টেন ড. ইদ্রিস আলী প্রতিক্রিয়ায় বলেন, ‘বিষন্ন প্রহর বইটিতে সামাজিক নানা প্রসঙ্গত, ব্যক্তির অনুভূতির বিভিন্ন দিক, প্রেম ও বিরহ নিয়ে রচিত হয়েছে। বইটিতে কাবি গদ্যকবিতা ও ছন্দ কবিতার উভয়ের সন্নিবেশ ঘটিয়েছেন। এতে পাঠকের একঘেয়েমি দূর হবে বলে আশা করি। বিভিন্ন অনুভূতিগুলোকে সর্বজনীন রূপ দেয়ার চেষ্টা করেছেন কবি। কোনো ব্যক্তি সম্প্রদায়কে আঘাত করার উদ্দেশ্যে তিনি লেখেননি। কবি সমাজের বিদ্যমান অসঙ্গতি ও অনুভূতি নিয়ে যে ভাবনা, সেগুলোকে তুলে ধরার প্রয়াস করেছেন এই বইটিতে। লেখক ও পাঠকবর্গের নিকট বইটি উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস।’
কবি মলয় বাগচী নাটোরের লালপুর উপজেলার ধুপইল গ্রামে ১৯৭৯ সালের ২০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। পিতা নরনারায়ন বাগচী ও মাতা বাণী বাগচী। স্ত্রী কাকলী বাগচী। তাদের সন্তান পৃথা বাগচী।
তিনি বড়াইগ্রামের আটঘরি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, ধুপইল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, বনপাড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতক (সম্মান) ও ২০০৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০৬ সালে সহকারী প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদান করেন। বর্তমান ওয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছে।
তিনি চলন নাটুয়া সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও লালপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাহিত্য সম্পাদক।
গাঙচিল প্রকাশন কাব্যগ্রন্থ ‘বিষন্ন প্রহর’ ও অনন্য প্রকাশন শিশুদের ছড়ার বই ‘ফুল পাখির দেশে’ গ্রন্থ দুটি একুশে গ্রন্থমেলা ২০২১-এ প্রকাশ করেছে।

সাম্প্রতিক মন্তব্য

Top