logo
news image

লালপুরে ডিজিটাল ভূমিসেবা নিশ্চিতকরণ কার্যক্রম শুরু

লালপুর (নাটোর) প্রতিনিধি।।
নাটোরের লালপুরে ডিজিটাল ভূমিসেবা নিশ্চিতকরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ ২০২১) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে লালপুর উপজেলা ভূমি অফিস।
লালপুর উপজেলা সরকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, সরকার ভূমি সেবা ডিজিটাল করার লক্ষ্যে ইতোমধ্যে অসংখ্য উদ্যোগ গ্রহণ করেছে। সেবা প্রত্যাশী মানুষ যাতে নির্ধারিত সময়ের মধ্যে সহজেই কাক্সিক্ষত ভূমিসেবা পেতে পারেন সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে সরকার ভূমি উন্নয়ন কর (ভূমির খাজনা) ব্যবস্থাপনা ডিজিটাল করার কার্যক্রম শুরু করেছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০২১ সালের ৩০ জুন-এর পর থেকে প্রচলিত (ম্যানুয়াল) পদ্ধতিতে আর ভূমি উন্নয়ন কর আদায় করা হবে না। প্রথাগত পদ্ধতির পরিবর্তে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় করা হবে। এর ফলে ভূমি মালিকগণ ইউনিয়ন ভূমি অফিসে না গিয়ে অর্থাৎ ঘরে বসে কিংবা দেশের বাইরে বসেও ভূমি উন্নয়ন কর প্রদান এবং দাখিলা সংগ্রহ করতে পারবেন।
তিনি আরো বলেন, লালপুর উপজেলায় ইতোমধ্যে গোপালপুর পৌর ভূমি অফিসের দুটি মৌজার সকল হোল্ডিং অনলাইনে এন্ট্রি দেওয়া সম্পন্ন হয়েছে। অন্যান্য সকল ইউনিয়নেও মৌজাওয়ারী ভূমি মালিকের তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এ প্রচেষ্টা সফল করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। ভূমি মালিকানার প্রমাণক হিসেবে ১. খতিয়ানের কপি, ২. মূল দলিল, ৩. পূর্ববর্তী দাখিলার কপি, ৪. মালিকের পাসপোর্ট সাইজের ছবি, ৫. জাতীয় পরিচয়পত্র এবং ৬. মোবাইল নাম্বারসহ অতি দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করে ভূমি মালিকানা সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়া নিশ্চিত করার জন্য অনুরোধ জানান। অন্যথায় ভূমি উন্নয়ন কর প্রদানে জটিলতাসহ ভূমির মালিকানা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top