লালপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিদ্যুৎ কর্মীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পল্লী বিদ্যুতের এক কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি ২০২১) ৪টার দিকে উপজেলার মোহরকয়া ডিগ্রী কলেজ রোডের কয়লার ডহর এলাকায় এ ঘটনা ঘটে।
লালপুর হাসপাতাল, পল্লী বিদ্যুৎ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে পল্লী বিদ্যুতের লালপুর জোনাল অফিসের দুই লাইনম্যান মোটর সাইকেলে উপজেলার লালপুর-মোহরকয়া বাজার সড়কে দুলাল ভান্ডারির বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আরেকটি মোটর সাইকেলের সাথে মুখোমখি সংঘর্ষ হয়। এ সময় পল্লী বিদ্যুতের ওই দুই কর্মী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক লাইন টেকনিশিয়ান রেজাউল ইসলামকে (৪৫) মৃত ঘোষনা করে।
আরেক বিদ্যুৎ কর্মী জাহাঙ্গীর আলমকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম খান হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এই বিষয়ে আমরা লালপুর থানায় একটি মামলার দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।
সাম্প্রতিক মন্তব্য