বড়াইগ্রামে নির্বাচনী মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার আসন্ন নির্বাচনে প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস এর আয়োজন করে।
বড়াইগ্রাম পৌর মিলনায়তনে ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সকল প্রার্থীদের অবাধ বিচরণ ও ভোটারদের স্বতস্ফুর্ত অংশ গ্রহণ নিশ্চিত করতে সকল ধরণের সহায়তা করা হবে। বিশেষ অতিথির বক্তৃতায় পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ভোট কেন্দ্রীক কোন বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। কেউ ব্যালট ছিনতাই করতে এলে তার হাত গুলি করে উড়িয়ে দেয়া হবে। এছাড়া সকল প্রার্থী ও ভোটাদের নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করবে পুলিশ। অপর বিশেষ অতিথির কক্তৃতায় জেলা নির্বাচন অফিসার মোঃ ছালাম নির্বাচনে প্রার্থীদের আচরণ বিধির বিষয়গুলো উল্লেখ করে সকলকে তা মেনে চলার আহŸান করেন। প্রতিদ্ব›িদ্ব বিএনপি মনোনীত ধাণের শীষের মেয়র প্রার্থী ইসহাক আলী সকল প্রার্থীর সমধিকার নিশ্চিত করার আহŸান জানানোর পাশাপশি আচরণ বিধি লংঘনের অভিযোগ করেন। আওয়ামীলীগ মনোনীনত নৌকার মেয়র প্রার্থী মাজেদুল বারী নয়ন বলেন, বিএনপি বরাবরই নালীশকারী দল। এখনেও মিথ্যা নালীশ করছে। নির্বাচন অবাধ করতে তিনিও আহŸান জানান।
সমাপনি বক্তৃতায় সভাপতি ও রিটার্ণিং অফিসার ইএনও জাহাঙ্গীর আলম বলেন, ভোটাররা যাতে নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য নির্বাচনকে ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) খায়রুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব, অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম, ইন্সপেক্টর আব্দুর রহিম, পৌর সচিব জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য