logo
news image

জামালপুরের ডিসি হলেন মুর্শেদা জামান

নিজস্ব প্রতিবেদক।।
জামালপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মুর্শেদা জামান। জামালপুর জেলা গঠিত হওয়ার পর প্রায় ৪৩ বছরের মধ্যে তিনিই হবেন প্রথম নারী ডিসি। তিনি সরকারের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব হিসেবে কর্মরত।
জামালপুর জেলা গঠিত হওয়ার সময় ১৯৭৮ সালে জামালপুরের প্রথম জেলা প্রশাসক নিয়োগ পান মো. নূরুল ইসলাম। এরপর দীর্ঘ প্রায় ৪৩ বছরের মধ্যে বিদায়ী জেলা প্রশাসকসহ জামালপুর জেলায় ২৫ জন জেলা প্রশাসক দায়িত্ব পালন করলেও কোনো নারী জেলা প্রশাসক নিয়োগ পাননি। ফলে মুর্শেদা জামানই হতে যাচ্ছেন জামালপুর জেলার প্রথম নারী ডিসি।
সিলেটের বিশ্বনাথ উপজেলার রায়কেলী গ্রামের মেয়ে মুর্শেদা জামান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ছিলেন । তিনি সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এবং সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী ছিলেন। মুর্শেদা জামান সিলেটের হাউজিং এস্টেটের বাসিন্দা ছিলেন।
২৮ জানুয়ারি ২০২০  মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়েছে।
মুর্শেদা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রথম জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন। সাস্ট ক্লাব, শাবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন, সাস্ট জার্নালিস্ট ফোরামসহ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।  
দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার পক্ষ থেকে সাস্ট গ্র্যাজুয়েট হিসেবে সর্বপ্রথম ডিসি হওয়ার কৃতীত্বে মুর্শেদা জামানের প্রতি অকৃত্রিম ভালবাসা। সাফল্যের সাথে আগামী দিনগুলি অতিবাহিত হোক সেই প্রত্যাশা।

সাম্প্রতিক মন্তব্য

Top