logo
news image

ঢাকার গণপাঠাগার: আলোয় ভরা ভুবন প্রকাশিত

নিজস্ব প্রতিবেদক।।
দুটো আমগাছের তলায় সারি সারি চেয়ার পাতা। সামনে মঞ্চ। ভরপুর আলোর বিকেল। বিকেল পাঁচটায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা। সাড়ে চারটা বাজতেই একজন–দুজন করে শুরু হয়ে গেল অতিথিদের আগমন। কথা ছিল ‘ঢাকার গণপাঠাগার: আলোয় ভরা ভুবন’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানটি হবে আড্ডার মেজাজে। শেষ পর্যন্ত তা রূপ পেল আনুষ্ঠানিকতায়। কারণ, উপস্থিত সবার মনেই ছিল দীর্ঘদিনের জমানো কথা। আর তা শুনতে শুনতে আর ‘সমাধান সূত্র’ বের করতে বাজল রাত নয়টা।
অনুষ্ঠানস্থান ঢাকার পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্র। এখানকার কর্মীদের সহযোগিতার মনোভাব যেকোনো অনুষ্ঠান আয়োজনকেই যেন এক ধাপ এগিয়ে রাখে। এ ক্ষেত্রেও তা-ই হলো।
একে একে এলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক, কবি, সাংবাদিক মিনার মনসুর; লেখক, কলামিস্ট ইকরাম কবীর; দনিয়া পাঠাগারের সভাপতি, নাট্য সংগঠক মো. শাহনেওয়াজ; প্রকাশক আলমগীর শিকদার লোটন।
কাজী আলিম-উজ-জামানের ‘ঢাকার গণপাঠাগার: আলোয় ভরা ভুবন’ বইয়ের প্রকাশক শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবীন আহসানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রকাশক রবীন আহসান বলেন, ‘এটি ভিন্ন রকম একটি বই। এতে ঢাকার পাঠাগারচর্চার দেড়শ বছরের ইতিহাস উঠে এসেছে। করোনাকালে এ রকম বই প্রকাশের সিদ্ধান্ত নেওয়া অবশ্যই ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু আনন্দের খবর হলো, দুই সপ্তাহের প্রি-অর্ডার চলাকালে ২০০ কপি বই বিক্রি হয়ে গেছে। এটা আমাদের উৎসাহ দিয়েছে।’
সভাপতির বক্তব্যে মো. শাহনেওয়াজ বলেন, “আমরা একদিন থাকব না। হয়তো আমাদের লাইব্রেরিও থাকবে না। কিন্তু ‘ঢাকার গণপাঠাগার আলোয় ভরা ভুবন’ বইটি হাজার বছর টিকে থাকবে। আর এ বইয়ের মধ্য দিয়ে আমরা বেঁচে থাকব। আমাদের পাঠাগারচর্চার ইতিহাস বেঁচে থাকবে।”

সাম্প্রতিক মন্তব্য

Top