লালপুরে মমজেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল জিতল লোকমানপুর শাওন ক্রীড়া চক্র
নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের লালপুরে মমজেদ সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রাধাকান্তপুর স্কুল এন্ড কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় বাগাতিপাড়া লোকমানপুর শাওন ক্রীড়া চক্র ২-০ গোলে রাধাকান্তপুর স্পোটিং ক্লাবকে পরাজিত করে জয় লাভ করে।
টুর্নামেন্ট কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু, শহীদ মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহম্মদে সাগর, উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, নাটোর জেলা তাতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম বাঘা প্রমূখ।পোস্ট এম ইসলাম
সাম্প্রতিক মন্তব্য